প্রত্যাবর্তন
Protyaborton; A tale of change, transition, reclamation and homecoming
তোমার নামে আমার যত উল্লাস তোমার নামে আমার হাথেখরি তোমার নামে আমার গালাগাল দেওয়া তোমার নামে আমার চিৎকার করে হুংকার দেওয়া তোমার নামে আমার মা এর কাছে কান্না তোমার নামে আমার ভয় পাওয়া বেদনা |
তোমার নামে আমার জন্ম তোমার নামে আমার মৃত্যু আমার ভালবাসা, আমার উচ্ছনে যাওয়া স্মৃতি আমার পড়ে যাওয়া, আমার উঠে দাড়ানো আমার বাড়ি তোমার কাছে, আমার বাড়ি তোমার নামে আমার ফেরত হওয়া তুমি |
তুমি হলে আমার কাঠগড়ায় দাড়ানো তুমি আমার না ঝুঁকে দাড়ানো তুমি আমার রক্তাক্ত শরীরের মিথ্যে তুমি আমার প্রেমের আদরের কাহিনী তুমি আমার বুকের পাথর তুমি আমার জলসার ছবি।
তুমি মাইকেল এর মধুসূদন হয়ে বাড়ি ফেরত তুমি সত্যজিৎ এর চা এর কাপ তুমি টেরেসার নীল শাড়ি তুমি দীঘার সমুদ্রের ভীড় তুমি কবির প্রথম প্রেম
তুমি তো মা, তুমি আমার ট্রান্সিশন তুমি আমার রক্ষাকবচ তুমি আমার তলোয়ার তুমি আমার লাল আকাশের নিচে ছুটে বেড়ানোর লাইসেন্স, তুমি আমার লাল রক্তের ভাষা।
তুমি আমার রক্ত, তুমি আমার কান্নার কবিতা। তুমি আমার বন্ধুর ডাক, তুমি আমার মৃত্যুর গান, তুমি আমার আকাঙ্ক্ষা, তুমি আমার সময়ের ঘড়ি। আমি তোমার কাছেই ফিরি, তুমিই আমার মা।
Musings of Artes Blackheart. My ode to Daxayoni.